দূরে দূরে থেকো না
দূরে গেলে কি ভোলা যায়?
কাছাকাছি এসো না
কাছে এলে কি ক্ষতি হয়?
এ ক্লান্ত মন আজ বিরতি চায়
কেন ভুল বানান লিখলো হৃদয়,
তবু মিললে মন, অল্প চাওয়ায়
চেনা সুরেতে সে মন ভেজায়।
তোমার আমার দেখা হবে ঠিক
কোনোদিন কোনো রাস্তায়,
তুমি আছো বলেই আমি আজও থেকে যাই
হো.. তুমি আছো বলেই আমি আজও থেকে যাই।
যদি কখনো এমন করে
আমাকে মনে পড়ে যায়।
যদি কখনো এমন করে
আমাকে মনে পড়ে যায়,
সত্যি মিথ্যে সে রূপকথায়
প্রেমের পূর্ণতা পায়।
ভেসে আসছে যে স্মৃতি হাওয়ায়
তারা খুব প্রিয় যে আমার,
তুমি থাকলে রোজ পাশে আমার
হার মানবে কষ্ট আবার।
কিছু স্বপ্নেরা স্বপ্ন দেখে
ছুঁয়ে যায় সে কল্পনায় ..
এ ক্লান্ত মন আজ বিরতি চায়
কেন ভুল বানান লিখলো হৃদয়,
তবু মিললে মন, অল্প চাওয়ায়
চেনা সুরেতে সে মন ভেজায়।
তোমার আমার দেখা হবে ঠিক
কোনোদিন কোনো রাস্তায়,
তুমি আছো বলেই আমি আজও থেকে যাই
হো.. তুমি আছো বলেই আমি আজও থেকে যাই।